অবৈধ ক্যাবল অপসারণ করলো ডিএসসিসি

ডেইলি বাংলাদেশ নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১৮:৩১

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি) আওতাধীন এলাকায় নিয়মিত উচ্ছেদের ৪৪তম দিনে অবৈধ ক্যাবল সংযোগ অপসারণে অভিযান পরিচালনা করেন ৪টি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩ হাজার ৪০০ মিটার দূরত্বে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ কেবল অপসারণ করা হয়। অভিযানের ফলে সৃষ্ট ক্যাবল বর্জ্যের পরিমাণ প্রায় ৩ ট্রাক।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সদরঘাট এলাকায় অবৈধ ক্যাবল অপসারণে অভিযান পরিচালনা করেন।

মনিরুজ্জামানের নেতৃত্বাধীন অভিযানে প্রায় ৯০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন। অবৈধ ক্যাবল অপসারণের পরে আদালত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইটে অবস্থিত ঝুঁকিপূর্ণ দুটি যাত্রী ছাউনী উচ্ছেদ করেন এবং উচ্ছেদকৃত মালামাল উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ হাজার টাকায় বিক্রি করেন।

এছাড়া করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ১৫ নং ওয়ার্ডের সাত মসজিদ রোডে অবৈধ ক্যাবল অপসারণ করেন। এ সময় তিনি প্রায় ১ হাজার ৫০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও