![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/21/428106dddfae726bf193b0111c177374-5f168d9137295.jpg?jadewits_media_id=679590)
প্রতারক থেকে সাবধান থাকতে স্বাস্থ্য বিভাগের জরুরি বিজ্ঞপ্তি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নাম বলে মিথ্যা পরিচয় দিয়ে বদলি, পদোন্নতিসহ বিভিন্ন ধরনের কাজ করে দেওয়ার নামে অর্থ আদায় করা হচ্ছে বলে সতর্ক করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
টেলিফোনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাা চেয়ে এ ধরনের প্রতারণা হচ্ছে। এ রকম কোনও ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার অনুরোধ জানানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।