অনলাইনে ধর্ষণের হুমকি দেয়ার কী শাস্তি আছে বাংলাদেশের আইনে?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ২১:০০
ফেসবুকে পোস্ট দিয়ে ধর্ষণে উস্কানি দেয়ার অভিযোগে শনিবার ঢাকার খিলক্ষেত থেকে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা বলছে, ঐ যুবক ছাড়াও আরো কয়েকটি ফেসবুক আইডি তাদের নজরদারিতে আছে যেখান থেকে ধর্ষণের হুমকি বা ধর্ষণকে সমর্থন করে পোস্ট বা কমেন্ট করা হয়েছে।
র্যাবের কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, র্যাবের পক্ষ থেকে অনলাইন মনিটরিং-এর জন্য একটি সেল তৈরি করা হয়েছে। সেখানে তারা দেখতে পেয়েছেন, ফেসবুকে বিভিন্ন সময় নারী মডেল, সেলিব্রেটি ও লেখকের পোস্টে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।