ঘুষ গ্রহণের মামলায় তিতাস গ্যাসের ২ কর্মকর্তার পাঁচ বছরের দণ্ড
৯ হাজার টাকা ঘুষ গ্রহণের মামলায় ডেমরার তিতাস গ্যাস অফিসের দুই কর্মকর্তার ৫ বছর সাজার রায় ঘোষণা করেছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন- ডেমরার তিতাস গ্যাস অফিসের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান সরকার এবং টেকনিশিয়ান মো. আব্দুর রহিম।
তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
আসামি কামরুজ্জামান সরকার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি আব্দুর রহিম সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
ঢাকা পোষ্ট
| ঢাকা মেট্রোপলিটন
১ বছর আগে
বার্তা২৪
| টঙ্গী
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে
প্রথম আলো
| গাজীপুর
১ বছর, ৩ মাস আগে
সমকাল
| নারায়ণগঞ্জ
১ বছর, ৪ মাস আগে