![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/26/f9c29d5b121980d2f01c8b60625ab275-5f461377d7228.jpg?jadewits_media_id=685358)
ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: তদন্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত, সাক্ষ্যগ্রহণ হয়নি
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামি মজনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক ১৪ অক্টোবর দিন ধার্য করেন।
রবিবার (১১ অক্টোবর ) মামলার তদন্ত কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় আদালতে হাজির হয়নি।