এবার বরং সামনে তাকাই
সিদ্ধান্ত হয়ে গেছে। জেএসসি আর এসএসসি পরীক্ষার ফলের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে এইচএসসি পরীক্ষার ফল। দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকার পর কেউ কেউ এ সিদ্ধান্তে একটু স্বস্তি পেয়েছে, আবার অনেক শিক্ষার্থীর মন খারাপ—তাদের হয়তো এসএসসি বা জেএসসির ফল ভালো ছিল না, কিংবা হয়তো উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি ছিল। এ রকম হলে মন খারাপ হওয়া খুব স্বাভাবিক। কিন্তু যা কিছু আমার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভেবে সময় নষ্ট করব কেন? বরং সামনে তাকানোই তো বুদ্ধিমানের কাজ। উচ্চমাধ্যমিকের পর এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা।