ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন
নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার বিকালে শহরের প্রেসক্লাবের মুজিব সড়কের এই এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী ধর্ষণ ও যৌন নির্যাতনকারীদের অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে, তবে এই ইস্যু নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন- তাদের অসৎ উদ্দেশ সফল হবে না।