সালথায় চেয়ারম্যনের স্বাক্ষর জাল করে ঘরে করে দেওয়ার নামে প্রতারণা, আটক ২

ইত্তেফাক সালথা প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১৮:২২

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেফতার করেছেন পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই ব্যক্তি স্বাক্ষর জাল করে গৃহহীনদের সরকারি টাকায় ঘরে করে দেওয়ার নামে বহু টাকা হাতিয়ে নিয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মাওলানা মেজবাহ উদ্দিন ও তার ভাই ফারহাদ শেখ। তারা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষনদী গ্রামের বাসিন্দা। সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর জানান, ৭-৮ মাস আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দেওয়ার কথা বলে বল্লভদী ইউনিয়নের ১৪-১৫ ব্যক্তির কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার করে টাকা হাতিয়ে নেয় মাওলানা মেজবাহ উদ্দীন ও তার ভাই ফারহাদ শেখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও