সব শিক্ষার্থীর কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে হবে

প্রথম আলো প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১৩:০৩

দেশের শিক্ষা কাঠামোর সমৃদ্ধির জন্য প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের কাছে ইন্টারনেট এবং প্রযুক্তিগত সুবিধা পৌঁছে দিতে হবে। অনলাইনে আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ’ শীর্ষক মতবিনিময় অধিবেশনে এমন পরামর্শ দিয়েছেন অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা। এতে দেশের শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক এবং উন্নয়নকর্মীরা অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম এবং সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির উদ্যোগে গতকাল শুক্রবার অধিবেশনটি অনুষ্ঠিত হয়। মূলত করোনা মহামারির প্রভাবে শিক্ষাব্যবস্থার সংকট থেকে উত্তরণের সম্ভাব্য উপায় খুঁজে বের করা ছিল এর লক্ষ্য। সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের সামগ্রিক শিক্ষা খাতের অগ্রগতির বিষয়টিও আলোচনায় ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও