ধোনির মেয়েকে ধর্ষণের হুমকির বিরুদ্ধে একহাত নিলেন ইরফান

আনন্দবাজার (ভারত) সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১২:৫৩

মহেন্দ্র সিংহ ধোনির কন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেওয়ায় প্রতিবাদে গর্জে উঠলেন ইরফান পাঠান। টুইটে তিনি সাফ লিখেছেন যে, কোনও শিশুকে ভয় দেখানোর অধিকার কারও নেই।

জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান সাফ লিখেছেন, ‘সব খেলোয়াড়ই নিজেদের সেরাটা দেয়। কখনও কখনও তা কাজে আসে না। কিন্তু তার মানে এই নয় যে, কোনও শিশুকে ভয় দেখানোর অধিকার এসে যায়’। ইরফান এই মন্তব্যের মাধ্যমে আঘাত করতে চেয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের, যাঁরা ধোনির খারাপ ফর্মের জন্য জঘন্য হুমকি দিয়েছেন তাঁর পাঁচ বছরের মেয়েকে। প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের পরাজয়ের পর ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুক পোস্টে এই হুমকি দেওয়া হয়েছে। জিভার ‘অপরাধ’, তাঁর বাবা আগের মতো ম্যাচ জেতাতে পারছেন না। ইরফান যদিও পরিষ্কার করে দিয়েছেন যে, ক্রিকেটাররা সবাই নিজেদের সেরাটা মেলে ধরতেই চান। তবে কখনও কখনও প্রত্যাশিত পারফরম্যান্স আসে না। কিন্তু, তার জন্য শিশুদের হুমকি দেওয়ার অধিকার জন্মায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও