সাফল্যের নয়া উড়ান, এবার হার্ভার্ডের ডিন হলেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত
এক অনন্য সম্মান। বিশ্বের প্রথম সারির বিজনেস স্কুলের মধ্যে যে প্রতিষ্ঠানের সামনে একেবারে শুরুতে নেওয়া হবে তা অবশ্যই হার্ভার্ড বিজনেস স্কুল (Harvard Business School)। এই প্রতিষ্ঠানের পরবর্তী ডিন (Dean) হিসেবে ফের একবার নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক শ্রীকান্ত দাতার (Srikant Datar)। প্রসঙ্গত, তাঁর আগে এই পদে ছিলেন আরও একজন কৃতী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি নীতীন নোহরিয়া ( বর্তমানে শ্রীকান্ত দাতার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আর্থার লোওয়েস ডিকিনসন অধ্যাপক (Arthur Lowes Dickinson Professor) এবং হার্ভার্ড বিজনেস স্কুলের ইউনিভার্সিটি আফেয়ার্স-এর সিনিয়র অ্যাসোসিয়েট ডিন। হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন পদের দায়িত্ব তিনি নেবেন ২০২১ সালের ১ জানুয়ারি থেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.