সিনাগগে হামলার এক বছর: জার্মান ইহুদিরা কতটা নিরাপদ
২০১৯ সালের ৯ অক্টোবর৷ হালে শহরের একটি সিনাগগে ৫২ জন ইহুদি ‘ইওম কিপুর’ পালনে জড়ো হয়েছিলেন৷ পাশের শহরের ২৭ বছরের এক তরুণ সেদিন সিনাগগটিতে বন্দুক ও গ্রেনেড হামলা চালিয়েছিল৷ কিন্তু শক্তিশালী দরজা আর সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাকারী পুরোপুরি সফল হয়নি৷ হলোকাস্টের পরে সম্ভাব্য সবচেয়ে বড় হামলার হাত থেকে সেদিন রক্ষা পান ইহুদিরা৷ তবে এই ঘটনার পর পুলিশি নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা৷
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিরাপত্তা
- ইহুদি