অ্যান্টি-রেডিয়েশন মিসাইল রুদ্রম-১ এর সফল পরীক্ষা চালাল ভারত
গত কয়েক সপ্তাহে একের পর এক সামরিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে ভারত। তারই ধারাবাহিকতায় এবার শত্রুপক্ষের রাডার সিস্টেম ধ্বংস করতে সক্ষম মিসাইল রুদ্রম-১ এর সফল পরীক্ষা চালাল নরেন্দ্র মোদির দেশ। শুক্রবার (০৯ অক্টোবর) সফল উৎক্ষেপণ হলো অ্যান্টি-রেডিয়েশন মিসাইল রুদ্রম-১। সুখোই ফাইটার জেট থেকে এই মিসাইল ছোঁড়া যাবে।
প্রতিপক্ষের এয়ার ডিফেন্সকে তছনছ করতে শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটবে এটি। বঙ্গোপসাগরে অবস্থিত বালাসোরের টেস্টিং রেঞ্জ থেকে এদিন রুদ্রমের সফল উৎক্ষেপণ করা হয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তৈরি মিসাইলটির পরীক্ষা করা হয় সকাল সাড়ে ১০টা নাগাদ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে