এখনও বিশ্ব-এশিয়া একাদশের ম্যাচ আয়োজনের ভাবনায় বিসিবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন ক্রিকেটীয় ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। কিন্তু করোনার কারণে শুধুমাত্র বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিবিপিএল) ছাড়া আর কিছুই আয়োজন করা সম্ভব হয়নি। করোনার প্রকোপে গেল মার্চে বন্ধ করে দেয়া হয়েছিল দেশের সব ক্রিকেটীয় ইভেন্ট। এক রাউন্ড পরেই বন্ধ হয়ে গিয়েছিল ঢাকা প্রিমিয়ার লীগের আসরটি। স্থগিত করা হয়েছিল মুজিববর্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য বিশ্ব একাদশ এবং এশিয়া একদশের মধ্যকার টি-২০ ম্যাচটিও।
কিন্তু ধীরে ধীরে দেশের মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। যেহেতু ক্রিকেট ফিরতে শুরু করেছে তাই স্বভাবতই প্রশ্ন জাগতে পারে মুজিববর্ষকে ঘিরে আয়জনের সিদ্ধান্ত নেয়া টুর্নামেন্টগুলো কি অনুষ্ঠিত হবে? প্রশ্নের উত্তরটা দিলেন খোদ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যকার টি-২০ যেটা হবার কথা ছিল সেটি বিসিবির পরিকল্পনায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেটি আয়োজন করা হবে।