কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে 'পানেনকা শটের জনক'

কালের কণ্ঠ চেক প্রজাতন্ত্র প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ২১:৩৪

তার নামেই ফুটবলে একটা শটের নাম হয়ে গেছে। গোলপোস্টে পেনাল্টি শট নেওয়ার সময় শটদাতাকে অনুমান করতে হয়, গোলকিপার কোনদিকে ঝাঁপিয়ে পড়তে পারে। ১২ গজ দূরত্ব থেকে বলে শট নেওয়ার মুহূর্তে যদি সেই ফুটবলার গোলকিপারকে বোকা বানিয়ে জালের মাঝ বরাবর শট নেয়, তাহলে গোল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সুক্ষ্ণ হিসেব যার মাথা থেকে এসেছিল, তিনি আন্তোনিন পানেনকা। এই মুহূর্তে যিনি করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

চেক প্রজাতন্ত্রের এই কিংবদন্তি অ্যাটাকিং মিডফিল্ডারের বয়স এখন ৭১ বছর। তার ক্লাব বোহেমিয়ানস প্রাহা টুইটারে জানিয়েছে, 'আন্তোনিন পানেনকা আজ (কাল) ভীষণ অসুস্থ ছিলেন, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।' এরপর আরেকটি টুইটে তারা পানেনকার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। ১৯৭৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে ইউরোর ফাইনালে টাইব্রেকারে শেষ শটে গোল করার জন্য বিখ্যাত হয়ে আছেন পানেনকা। এই শটটি তিনি নিয়েছিলেন নিজের উদ্ভাবিত সেই কৌশলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও