বাংলাদেশ সময়মতো ভারতের কোভিড-১৯ টিকা পাবে: দোরাইস্বামী
করোনাভাইরাসের যে টিকা ভারত তৈরি করবে, বাংলাদেশ তা ‘সময়মতো’ পাবে বলে প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় তার দেশের মিশনের কাজ শুরু করলেন ভারতের নতুন হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন।
আর এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন শুরু করলেন দোরাইস্বামী।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নতুন হাই কমিশনার কোভিড-১৯ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভারতের হাই কমিশনার বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে ‘যথেষ্ট গুরুত্ব’ দেয়। ভারতে যে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদিত হবে সেটা বাংলাদেশ ‘সময়মতো’ পাবে।