নালিতাবাড়ীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণে গ্রেফতার ৫

ইত্তেফাক নালিতাবাড়ী প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৮:২৮

নালিতাবাড়ী উপজেলার এক পল্লীতে গৃহকর্তা হারুন মণ্ডল কর্তৃক শিশুগৃহকর্মী ধর্ষণের অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। টানা দুইদিন অভিযান চালিয়ে পুলিশ পৃথকস্থান থেকে অভিযুক্ত হারুন মণ্ডল (৩৫), তার ভাই ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করে বৃহস্পবিার আদালতে পাঠিয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী, ভিকটিম ও পুলিশের দেওয়া তথ্যমতে, উপজেলার গাছগড়া গ্রামের দিনমজুরের এক কন্যা শিশুটিকে (১০) এক আত্মীয়ের মাধ্যমে উপজেলার ঘাইলারা গ্রামের সৈয়দ আলী মণ্ডলের ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন মণ্ডলের বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঠায়। প্রায় চার মাস কাজে থাকাবস্থায় একরাতে গৃহকর্তা হারুন শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসাও করানো হয়। একপর্যায়ে বিষয়টি প্রকাশ হলে স্থানীয় দালাল-মাতাব্যদের মধ্যস্থতায় মোটা অংকের (প্রায় আড়াই লাখ) টাকায় আপোষ-রফা করে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরই ঘটনার প্রায় একমাস পর টাকার ভাগবাটোয়ারার দ্বন্দ্বে ধামাচাপা দেওয়া ঘটনাটি লোকমুখে প্রচার হয়ে পড়লে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে থানা পুলিশ ভিকটিম উদ্ধার ও অভিযুক্তকে আটকের চেষ্টা চালায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও