যেসব দেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৬:৩৭

প্রতিটি দেশ ও সমাজ ব্যবস্থায় ধর্ষণ ঘৃণিত অপরাধ হিসেবেই বিবেচিত হয়। এই সামাজিক ব্যাধির প্রতিকারে বিশ্বের সব দেশেই আইন-কানুন রয়েছে। এর মধ্যে কারাদণ্ডের বিধানসহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে।
তবে বিশ্বের অনেক দেশেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও তা হর হামেশাই ঘটছে। বিশ্লেষকদের মতে, মানুষের নৈতিক অবক্ষয়কে কেবল আইন দিয়ে সংশোধন করা যায় না, এজন্য নিজের ভেতরের বোধশক্তিটাও জাগ্রত করতে হয়। তবে আইনের কার্যকর প্রয়োগ অনেকাংশে কমাতে পারে এই ব্যাধি।

বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের কী কী শাস্তি রয়েছে, আসুন যেন নেয়া যাক-

বিভিন্ন দেশের আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি ভিন্ন ভিন্ন। তবে ভারত, রাশিয়া, ইরান, চীন, গ্রিসসহ এশিয়া-ইউরোপের বিভিন্ন দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে যুক্তরাষ্ট্র, নরওয়েসহ উন্নত বিশ্বের কিছু দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ৩০ বছর কারাদণ্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও