বাংলাদেশে শুল্কমুক্ত ৭৬ পণ্যের প্রবেশাধিকার চায় নেপাল
বাংলাদেশে শুল্কমুক্ত ও কোটামুক্ত ৭৬ পণ্যের প্রবেশাধিকার চায় নেপাল। অন্যদিকে ৪২টি পণ্যের একই রকম সুবিধা চাচ্ছে বাংলাদেশ। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণ এশিয়ার এই দুই দেশের জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের বাণিজ্যিক আলোচনা শুরু হয়েছে।
নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ বিষয়ক জয়েন্ট সেক্রেটারি প্রকাশ দাহাল জানিয়েছেন, দুই দেশের ওই ভার্চুয়াল বৈঠকের প্রথম দিনে অগ্রাধিকার বাণিজ্যিক চুক্তির খসড়া ও প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করা হয়েছে।