You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে দুর্ধর্ষ জঙ্গি হয়ে উঠেছিল ঢাকার এক কিশোর

বয়স সবে ১৭। ২০২০ সালে এসএসসি পাস করেছে। দেখতে সুদর্শন। অল্প বয়সেই সাফফাত ইসলাম নামের এই কিশোর হয়ে উঠেছিল দুর্ধর্ষ জঙ্গি। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর সবশেষ খবর তার ঠোঁটস্থ। পিস্তল থেকে সাব মেশিনগানসহ সব অস্ত্র ও এসব হাতিয়ার কীভাবে ব্যবহার করতে হয়, সবই জানে সে। জিহাদ করতে মরিয়া সাফফাত নব্য জেএমবির একটি সেলের সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিল। সেলের সদস্যদের কাছে সে পরিচিত ছিল একাধিক নামে। কেউ তাকে চিনতো আব্দুল্লাহ নামে। কেউবা উইলিয়াম, কুতুব উদ্দিন আইবেগ, চেঙ্গিস খান, আলী ইবনে সুফিয়ান, আরকে খান, আল্প আরসালান কিংবা মেহমেদ চাগরী বেগ নামে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন