যেভাবে দুর্ধর্ষ জঙ্গি হয়ে উঠেছিল ঢাকার এক কিশোর
বয়স সবে ১৭। ২০২০ সালে এসএসসি পাস করেছে। দেখতে সুদর্শন। অল্প বয়সেই সাফফাত ইসলাম নামের এই কিশোর হয়ে উঠেছিল দুর্ধর্ষ জঙ্গি। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর সবশেষ খবর তার ঠোঁটস্থ। পিস্তল থেকে সাব মেশিনগানসহ সব অস্ত্র ও এসব হাতিয়ার কীভাবে ব্যবহার করতে হয়, সবই জানে সে।
জিহাদ করতে মরিয়া সাফফাত নব্য জেএমবির একটি সেলের সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিল। সেলের সদস্যদের কাছে সে পরিচিত ছিল একাধিক নামে। কেউ তাকে চিনতো আব্দুল্লাহ নামে। কেউবা উইলিয়াম, কুতুব উদ্দিন আইবেগ, চেঙ্গিস খান, আলী ইবনে সুফিয়ান, আরকে খান, আল্প আরসালান কিংবা মেহমেদ চাগরী বেগ নামে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে