সংরক্ষিত বনে পাকা দালান উচ্ছেদ করলো কক্সবাজার উত্তর বনবিভাগ
কক্সবাজার উত্তর বন বিভাগের বাঘখালী রেঞ্জের সংরক্ষিত বনে নির্মাণাধীন দুটি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কচ্ছপিয়া বিটের নতুন তিতার পাড়া এলাকায় মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়। এ ঘটনায় জবরদখল কারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ নেয় হচ্ছে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া বাঘখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি।
তিনি জানান, বাঘখালী রেঞ্জের কচ্ছপিয়া বিটের নতুন তিতার পাড়া এলাকায় একদল প্রভাবশালী সরকারি সংরক্ষিত বনের কাছে বনভূমি জবরদখল করে পাকাবাড়ি নির্মাণ করেছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উচ্ছেদ অভিযান
- বন বিভাগ
- দালান