ধর্ষিতদের পোশাক নিয়ে প্রদর্শনী, উদ্দেশ্য মহৎ
                        
                            কালের কণ্ঠ
                        
                        
                        
                         প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ০৮:২০
                        
                    
                চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের হাথরসে মায়ের সঙ্গে ক্ষেতে কাজ করছিলেন ১৯ বছরের তরুণী। গলায় ওড়না পেঁচিয়ে তাকে টানতে টানতে পাশের বাজরার ক্ষেতে নিয়ে যায় উচ্চবর্ণের চার যুবক।  সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে মেরে ঘাড়ের হাড় ভেঙে দেওয়া হয়, জিহ্বা কেটে নেওয়া হয়। যদিও পুলিশ তা মানেনি।  
 মানেনি ওই এলাকার উচ্চবর্ণরাও। তথাকথিত ব্রাহ্মণ এবং ঠাকুররা দাবি করেছে, তরুণী আসলে মিথ্যা বয়ান দিয়েছে। সারা গ্রামের নাম ডুবিয়েছে। আর কেউ ওদের পরিবারের মেয়েকে বিয়ে করবে না।  
- ট্যাগ:
 - লাইফ
 - নারী নির্যাতন
 - ধর্ষক
 - পোশাক প্রদর্শনী