![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F6c764dcb-a44f-44b0-a25a-8116db6a2c13%252Fpage_5.png%3Frect%3D0%252C128%252C1792%252C941%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ডিজিটালে শিক্ষার্থীদের যুক্ত করতে অনেক কিছু করা উচিত
শিক্ষা নিয়েই আজীবন কাজ করে এসেছেন ড. মনজুর আহমেদ। প্রবীণ এই শিক্ষাবিদ এখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং গণসাক্ষরতা অভিযানের সহসভাপতি।
কোভিড পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান হালচাল এবং নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সহকারী সম্পাদক শরিফুজ্জামান।