![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgazipur-2-04-october-202-20201004192130.jpg)
গাজীপুরে দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে জরিমানা
গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা পর্যন্ত এ অভিযানকালে আদালত প্রায় দেড়হাজার অবৈধ আবাসিক ও প্রায় সাড়ে ৩ কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে।
এসময় বিভিন্ন পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।