![](https://media.priyo.com/img/500x/https://thumbor-stg.assettype.com/prothomalo/2020-04/a0ccb312-3e6d-4d69-bda7-fb81bae04000/palo_bangla_og.png)
ধুনটে সরকারি চাল বিক্রি, আ. লীগের দুই নেতা বহিষ্কার
বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের সরকারি চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসিম উদ্দীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- সরকারি চাল