কিশোর গ্যাংই পরিণতি নয়, কৈশোর অশেষ সম্ভাবনার
প্রথম আলো
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২০, ১০:৩১
বছর তিনেক আগে ঢাকার উত্তরায় দুটি কিশোর গ্রুপের সংঘর্ষে নিহত হয় আদনান কবির নামের এক কিশোর। হত্যার প্রস্তুতি পর্বে একটি গ্রুপ ফেসবুকে একই রঙের পোশাক পরে ছবিও দেয়! কারও কারও হাতে ছিল হকিস্টিক। আদনানের মৃত্যুর কয়েক ঘণ্টা পর ফেসবুকে আরেক কিশোর ওই হত্যার বদলা নেওয়ার ঘোষণাও দিয়েছিল। এ ঘটনার পর ‘কিশোর গ্যাং’ বিষয়টি আলোচনায় বেশি আসে।
কিশোর অপরাধ আর কিশোর গ্যাং বিষয়টি একটু আলাদা। একজন কিশোর আইন ভঙ্গ করলে সেটা কিশোর অপরাধ। কিশোরেরা সংঘবদ্ধভাবে আইন অমান্য করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সেটা কিশোর গ্যাং।