![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbff1-20201003092033.jpg)
বাফুফে নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ছেন যারা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রার্থী ৪৭ জন। এর মধ্যে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদে ২১ এবং শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদে ১৯ জন। এর বাইরে ৭ জন স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছেন।
স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ানো ৭ জনের মধ্যে দুইজনই শীর্ষ পদে। কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে দাঁড়িয়েছেন সহসভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছর বাফুফেতে থাকা বাদল রায় এবং সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। কাজী মো. সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের বিরুদ্ধে সমন্বয় পরিষদ নামের একটি প্যানেল থাকলেও সেখানে সভাপতি প্রার্থী কাউকে রাখা হয়নি।