ধোনির কাছে রেকর্ড হারিয়ে খুশি রায়না
রেকর্ড হারালে ভালো লাগার কথা নয় কারও। তবে প্রেক্ষাপটে যখন মহেন্দ্র সিং ধোনি, পেছনে থাকাটাও যেন তৃপ্তির ব্যাপার। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ধোনির পেছনে পড়ে গিয়েও যেমন দারুণ খুশি সুরেশ রায়না। রায়নাকে ছাড়িয়ে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন ধোনির। চেন্নাই সুপার কিংসের হয়ে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি ছিল এই টুর্নামেন্টে ধোনির ১৯৪তম ম্যাচ। চেন্নাইয়ে ধোনির দীর্ঘদিনের সঙ্গী রায়না খেলেছেন ১৯৩ ম্যাচ।
এবারের আসর থেকে নিজেকে সরিয়ে না নিলে রেকর্ডটি হয়তো থাকত রায়নারই। বাঁহাতি ব্যাটসম্যান আপাতত কেবল দর্শক। ভারত থেকে টুইটারে তিনি শুভেচ্ছা জানিয়েছেন ধোনিকে।
“আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ায় মাহি ভাইকে অভিনন্দন। আমি সবচেয়ে বেশি খুশি যে আমার রেকর্ড ভেঙেছেন আপনি। আজকের ম্যাচের জন্য শুভকামনা। আমি নিশ্চিত, চেন্নাই এবার আইপিএল জিতবে।”