ভুল হিসাব-নিকাশ ভয়াবহ পরিণতি ডেকে আনবে: আমেরিকাকে ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকাকে সতর্ক করে বলেছে, যেকোন ধরনের ভুল হিসাব-নিকাশ ইরানি জনগণের শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
তিনি বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইরানি জনগণ ও সরকারের বিরুদ্ধে আমেরিকা বহুবার সামরিক আগ্রাসনের চেষ্টা চালিয়েছে কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের ভুল ব্যাখ্যা ও ভুল হিসাব-নিকাশ তাদের জন্য মারাত্মক ফলাফল বয়ে এনেছে। ফলে আমরা আমেরিকাকে হুঁশিয়ার করে দিচ্ছি যে, তারা যেন ইরান সম্পর্কে ভুল হিসাব নিকাশ না করে। এ ধরনের ভুল তাদের জন্য সব রকমের দুর্দশার কারণ হবে।”