কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রত্যন্ত এই দ্বীপের বাসিন্দাদের দিন কাটে যেভাবে

ডেইলি বাংলাদেশ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ১৭:০৩

পৃথিবীতে অনেক দ্বীপ এবং ব-দ্বীপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ হিসেবে পরিচিত বিশপ রক। তবে এরচেয়ে ছোট দ্বীপ হচ্ছে নাউরু। মাত্র আট বর্গকিলোমিটার আয়তনের এটি আলাদা কোনো দেশ নয়। একটি ছোট্ট দ্বীপ। তবে আজ বলছি ত্রিস্তান ডি কুনহায় দ্বীপের কথা। অত্যন্ত প্রত্যন্ত এই দ্বীপ।
অন্যান্য দ্বীপগুলো ছোট হলেও ধন সম্পদে স্বয়ং সম্পূর্ন। তবে ত্রিস্তান ডি কুনহায়একেবারেই তেমন নয়। খুবই সাধাসিধা এখানকার মানুষজন। মাত্র ২৪৫ জনের বাস এই দ্বীপে। তাদের মধ্যে ১৩৩ জন নারী এবং ১১২ জন পুরুষ। তারা সবাই সেভেন সিজের এডিনবরায় বসবাস করেন। দ্বীপটি স্থানীয়দের কাছে টিডিসি নামে পরিচিত।

দ্বীপটি আকারে ছোট্ট হলেও সেখানে একটি আধুনিক হাসপাতাল আছে, আছে তার চেয়েও ছোট এক স্কুল। রয়েছে একটি কফি শপ, সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য একটি হল, একটি পোস্ট অফিস এবং একটি পাব। পাবটির নাম অ্যালবেট্রোস। এখানকার ব্যাপারগুলো বেশ অদ্ভুত। এখানকার শিশুরা যার সঙ্গে স্কুলে বন্ধুত্ব করছে। তার সঙ্গে তার সারাজীবনটাই কাটাতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও