![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-78423384,imgsize-27692/pic.jpg)
UP-র পর রাজস্থান: ২ নাবালিকাকে ৩ দিন লাগাতার গণধর্ষণ, অস্বীকার পুলিশের!
উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যার নৃশংস গণধর্ষণ ও মৃত্যুতে যখন দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে, ঠিক তখনই রাজস্থানে সামনে এল আরও এক গণধর্ষণের ঘটনা। ২ নাবালিকাকে অপহরণ করে লাগাতার ৩ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই নাবালক-সহ পাঁচজনের বিরুদ্ধে। অভিযোগ, বারন থেকে অপহরণ করার পর জয়পুর ও কোটাতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তবে পুলিশের দাবি, জবানবন্দিতে ধর্ষণের কথা অস্বীকার করেছে দুই কিশোরী।