![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F5bd676ac-c633-4654-a5aa-16b82e891f5d%252F15__.jpg%3Frect%3D0%252C159%252C1069%252C561%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মাথায় আঘাত পাওয়া নীলকান্ত যেমন করে হলো ‘মানব ক্যালকুলেটর’
দৌড়ে যেমন এখন বিশ্বের সেরা উসাইন বোল্ট, ছক্কা পেটাতে ক্রিস গেইল আর অঙ্ক কষার ব্যাপারে নীলকান্ত ভানু প্রকাশ। শেষের নামটি অপরিচিত হতে পারে। তবে এই নামের মানুষটি সাধার কেউ নন।
কারণ সাধারণ মানুষ কয়েক ডিজিটের কোনো সংখ্যা যোগ, বিয়োগ, গুন ভাগ করতে ক্যালকুলেটরের সহায়তা নেন, সেখানে নীলকান্ত ভানু ৪-৫ সেকেন্ডেই তা বলে দেন। অঙ্ক কষার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম স্বর্ণ পদক পেয়েছেন ২০ বছর বয়সী এই নীলকান্ত ভানু প্রকাশ।