৫ বছরেও বাস্তবায়ন হয়নি ‘সিনিয়র সিটিজেন’ কর্মপরিকল্পনা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ০৬:০০
২০১৩ সালে করা হয় জাতীয় প্রবীণ নীতিমালা। পরের বছর নীতিমালা অনুযায়ী ষাট ও ষাটোর্ধ্ব প্রবীণদের ‘সিনিয়র সিটিজেন (জ্যেষ্ঠ নাগরিক)’ ঘোষণা করেন রাষ্ট্রপতি। প্রবীণ নীতিমালার আলোকে সিনিয়র সিটিজেনদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে ২০১৫ সালে একটি কর্মপরিকল্পনাও করে সরকার।
কর্মপরিকল্পনা অনুযায়ী, জ্যেষ্ঠ নাগরিক হিসেবে প্রবীণদের সব ধরনের পরিবহনে কম ভাড়ায় যাতায়াত, হাসপাতালগুলোতে সাশ্রয়ী মূল্যে আলাদা চিকিৎসাসেবা, আলাদা বাসস্থানের সুবিধা, প্রবীণ স্বাস্থ্য বীমা চালু, নির্বাচন কমিশন থেকে আলাদা পরিচয়পত্রসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলো এসব সুবিধা নিশ্চিত করবে।