যুক্তরাষ্ট্রে ৭৩ বছরের মধ্যে সর্বোচ্চ জিডিপি সংকোচন
মহামারি করোনার কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সরকারিভাবে প্রকাশিত হিসেবে দেখা যাচ্ছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বুধবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জিডিপি সংকোচনের যে হিসাব দিয়েছে তা কমপক্ষে গত ৭৩ বছরের মধ্যে সর্বোচ্চ। করোনায় অর্থনৈতিক অচলাবস্থার ফলে এই বিপর্যয়।