কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমন আদেশে কি অপরাধ কমবে?

ডয়েচ ভেল (জার্মানী) এমসি কলেজ প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৭

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মঙ্গলবার মোট ৯ দফা নির্দেশ দেয়৷ তাতে বলা হয়, করোনার কারণে ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷ তাই ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সকল সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানদের সচেষ্ট থাকতে হবে৷

নির্দেশগুলোর মধ্যে অন্যতম হলো: কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে, ছাত্রাবাসসমূহ বন্ধ রাখতে হবে এবং ছাত্রাবাসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠানের মূল ফটকসহ সকল প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়োজিত রাখতে হবে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশ টহল জোরদার করতে হবে৷ এসব নির্দেশের চিঠি দেশের সব কলেজের অধ্যক্ষদের পাঠানো হয়েছে৷

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মো. ফারুক ডয়চে ভেলেকে বলেন, ‘‘সিলেট এমসি কলেজের ঘটনাই বলে দেয় দেশের অনেক কলেজ ক্যাম্পাসেরই পরিস্থিতি ভালো না৷ আরো কিছু অভিযোগ আমরা পেয়েছি৷ আর এই করোনার সময় হোস্টেল খোলা থাকার কথা নয়৷ তাই সব দিক বিবেচনা করে ওই নির্দেশগুলো দেয়া হয়েছে৷ যাতে পরিস্থিতির আর অবনতি না ঘটে৷’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও