মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক বৈঠক থেকে বলেছিলেন উন্নয়ন নয়, উস্কানিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন মানুষ। সাম্প্রতিক কিছু ঘটনাবলির প্রেক্ষিতে এমনটাই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার সেই উত্তরবঙ্গে দ্বিতীয় প্রশাসনিক বৈঠক থেকে তিনি সরাসরি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের দিকে তাকাতে বললেন। এ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের ধারাবাহিক আক্রমণের প্রেক্ষিতে তিনি বলেন, 'যাঁরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলেন, তাঁরা একটু উত্তরপ্রদেশের দিকে তাকান।' কেন বললেন মুখ্যমন্ত্রী এ কথা? কারণ উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যাকে গণধর্ষণ ও তাঁর মৃত্যুর ঘটনায় তোলপাড় হচ্ছে সারা দেশ। টানা ১৫ দিন লড়াই করার পর মঙ্গলবার সকালে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। আবার গভীর রাতে তাঁর দেহ পরিবারের অনিচ্ছাতেই দাহ করে দিয়েছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.