![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/29/og/200920_bangladesh_pratidin_195547_bangladesh_pratidin_213336_bangladesh_pratidin_chittagong-map.jpg)
ফটিকছড়িতে কৃষক খুন
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় কাঞ্চননগর এলাকার ফকির আহমদ (৩৫) নামে এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফকির উপজেলার কাঞ্চননগর এলাকার মো. এজাহার মিয়ার ছেলে। মঙ্গলবার পার্বত্য অঞ্চলের দুইদ্দাখোলা খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফকিছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার।
তিনি বলেন, কৃষক ফকির আহমদকে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া পেটেও একাধিক আঘাত রয়েছে। কেউ এখনও পর্যন্ত কোন ধরণের অভিযোগ দেননি। অভিযোগ দিলেই মামলা দ্রুত রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- খুন
- র্দুবৃত্তদের হামলা
- কৃষক হত্যা