![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/09/29/image-185167.jpg)
আ খ ম হাসান ও ফারজানা রিক্তার ‘লাল কার্ড’
ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আ খ ম হাসান ও ফারজানা রিক্তা। বর্তমানে দুজনই একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তারই ধারাবাহিকতায় জুটি হয়ে একটি একক নাটকে কাজ করেছেন। নাম ‘লাল কার্ড’।
সম্প্রতি পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এন ডি আকাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। হাসান রিক্তা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নির্মাতা জুয়েল হাসান, শেলী আহসান, রাজা প্রমুখ।