![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/7799/production/_114671603_p08ss383.jpg)
বাংলাদেশে দুইবার করোনাভাইরাসে আক্রান্তদের অভিজ্ঞতা - BBC News বাংলা
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩১
বাংলাদেশে দুমাসের ব্যবধানে দ্বিতীয়বার কোভিড-১৯ পজিটিভ হওয়ার অভিজ্ঞতা জানালেন ভুক্তভোগীরা। হাম বা চিকেন পক্সের মতো রোগ একবার হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা রোগের জীবাণুকে পরবর্তী সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।
কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে বিষয়টা কতটা খাটে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কেননা, খুব কম সংখ্যক ক্ষেত্রে হলেও একবার আক্রান্ত হয়ে সেরে ওঠার পর আবারও আক্রান্ত হওয়ার নজির দেখা যাচ্ছে।