একজন কামড়ান, আরেকজন লাথি মারেন

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫

আতলেতিকো মাদ্রিদে কেমন হবে লুইস সুয়ারেজ ও দিয়েগো কস্তার জুটি? ওয়ান্দা মেত্রোপলিতানোয় গতকাল গ্রানাদার বিপক্ষে আতলেতিকোর ম্যাচে অবশ্য সেটি বোঝার উপায় ছিল না। কালকের ম্যাচে দুজন যে এক সঙ্গে খেলেনইনি। ৭১ মিনিটে কস্তার বদলি হিসেবে মাঠে নেমেছেন বার্সেলোনা থেকে গত বুধবারই আতলেতিকোয় নাম লেখানো সুয়ারেজ। কাল এই জুটিকে এক সঙ্গে দেখা না গেলেও কস্তা একটা বিষয়ে নিশ্চিত—তাঁদের দুজনের জুটি মেত্রোপলিতানোতে বেশ জমবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও