-samakal-64c77eb742f8a.jpg)
একসঙ্গে অবসরের পরিকল্পনা মেসি-সুয়ারেজের
সমকাল
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১৫:৩১
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের সম্পর্ক ফুটবলপ্রেমীদের সবারই জানা। দুজন আলাদা দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও তাদের বন্ধুত্ব এখনও অটুট। মূলত বার্সেলোনা থেকেই শুরু হয় দুজনের বন্ধুত্ব। দলটির হয়ে একসাথে ৬ মৌসুম খেলেছেন দুজন।
সম্প্রতি নিজ দেশের টিভি চ্যানেল পুন্তো পেনালে দেয়া এক সাক্ষাৎকারে উরুগুয়ের ফরোয়ার্ড লুই সুয়ারেজ জানান, 'মেসি আর আমি একসাথে অবসরের পরিকল্পনা করেছিলাম।'
বার্সেলোনাতে থাকতেই নাকি এমন পরিকল্পনা করে রেখেছেন দুজন। সুয়ারেজ জানান, এটা আমরা বার্সেলোনাতেই পরিকল্পনা করেছিলাম। এক বছর পরই আমি অ্যাটলেটিকোতে গেলাম এবং সে চলে গেলো পিএসজিতে। আমরা এই স্বপ্ন দেখতাম এবং বলতাম যে বার্সেলোনার পর আমরা যুক্তরাষ্ট্রে যেতে পারি। কিন্তু ওই সময় কিছু হয়নি।'
- ট্যাগ:
- খেলা
- অবসর
- একসঙ্গে
- লিওনেল মেসি
- লুইস সুয়ারেজ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে