ডিজিটাল হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৩০ সেবা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ১৩০টি সেবা ডিজিটাল সেবায় রূপান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারের মাইগভ প্ল্যাটফর্মের আওতায় গতকাল রোববার ২৭ সেপ্টেম্বর অনলাইনে সেবাগুলো উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ভিডিও সম্মেলনে তিনি বলেন, মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে শিক্ষক, শিক্ষার্থীসহ মাউশির সঙ্গে যুক্ত সবার সেবাপ্রাপ্তি নিশ্চিত ও সহজ হবে। নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তমন্ত্রণালয়ের সমন্বয় সাধনের মাধ্যমে নাগরিক সেবাকে আরও সহজ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.