চুরি ঠেকানোসহ সামগ্রিক সুরক্ষা ও নিরাপত্তা বাড়াতে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আসছে চট্টগ্রাম বন্দর। এরইমধ্যে নতুন-পুরোনো মিলে বসানো হয়েছে ৫১৩টি ক্যামেরা। রোববার বন্দরের চার নম্বর গেট সংলগ্ন নিরাপত্তা বিভাগের দফতর এলাকায় ‘চিটাগাং পোর্ট সিসিটিভি কমান্ড অ্যান্ড কনট্রোল সেন্টার’ উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ। বন্দর সূত্রে জানা গেছে, ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কমপ্লায়েন্সের জন্য বন্দরকে শতভাগ সিসিটিভির আওতায় আনা জরুরি।