টাঙ্গাইলের নাগরপুরে ঘরে ঢুকে পড়ার টেবিলে মোরগ মলত্যাগ করায় বাড়ির মালিক জবাই করে মালিককে ডেকে নিয়ে সেই মোরগ ফেরত দেয়। এ ঘটনায় সালিশি বৈঠকের মাধ্যমে মোরগের ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দপ্তিয়ার ইউপির ভুগোলহাট গ্রামে। এ ব্যাপারে আদালতে গত ২১ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভুগোলহাট গ্রামের আব্দুর রাজ্জাক বাবুর একটি মোরগ প্রতিবেশী আব্দুল হালিমের ঘরে ঢুকে কলেজপড়ুয়া মো. রাকিবের পড়ার টেবিলে মলত্যাগ করে। এ সময় রাকিব মোরগটিকে ঢিল মারে। এ সময় মোরগটি মরে যেতে পারে ভেবে জবাই করে আব্দুর রাজ্জাক বাবুকে ডেকে মোরগটি দিয়ে দেন এবং তাদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আব্দুর রাজ্জাক বাবু সপরিবারে মোরগটি রান্না করে খান। এ নিয়ে আব্দুর রাজ্জাক বাবু স্থানীয় মাতব্বরদের কাছে মোরগ মারার বিচার চান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.