একটি দীর্ঘস্থায়ী বন্যার প্রকোপ শেষ হওয়ার আগেই আবার পরিস্থিতির অবনতি হচ্ছে। আজ তিনটি নদীর পানি বিপদসীমার ওপরে উঠেছে। এ নিয়ে সাতটি নদীর পানি সাত পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানা গেছে। এই সময়ে বিপদসীমার নিচে নেমেছে একটি নদীর পানি।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, যমুনেশ্বরী নদীর পানি বদরগঞ্জ পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে, করতোয়া নদীর পানি চকরহিমপুর পয়েন্টে চার সেন্টিমিটার ওপর দিয়ে এবং টাঙ্গন নদীর পানি ঠাকুরগাঁও পয়েন্টে ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আর গত ২৪ ঘণ্টায় যদুকাটা নদীর পানি লরেরগড় পয়েন্টে বিপদসীমার নিচে নেমেছে। আর কমছে যমুনার নদীর পানি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.