গাজীপুরে ‘২ জিম্মিকে’ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ, অস্ত্র ছিনতাই
গাজীপুরে শ্রীপুরে হেল্পলাইন নম্বর ‘৯৯৯’ এ অভিযোগ পেয়ে জিম্মিদশা থেকে দুই যুবককে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এসময় পুলিশের অস্ত্র-গুলি ছিনতাই করে নেয়া হয়েছে, আহত হয়েছেন দুই পুলিশসহ ৮ জন। পরে ওসির নেতৃত্বে একাধিক দল ঘট্নাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হামলাকারীদের পাঁচজনকে আটক ও ছিনিয়ে নেয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ৯৯৯ অভিযোগের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে কসাইপট্টি এলাকায় উদ্ধার অভিযানে যায় থানা পুলিশ। এসময় তাদের উপর হামলা চালালে পুলিশের এক এসআই, এক কনস্টেবল ও এক আনসার সদস্য এবং জিম্মি হওয়া ব্যক্তিসহ ৮ জন আহত হয়েছেন। এসময় তাদের উদ্ধার করতে যাওয়া পুলিশের শর্টগান ও গুলি ছিনিয়ে নেয়ার অভিযোগ করে পুলিশ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে