
গাছে চড়ে পাহাড়ি দুই বোনের অনলাইন ক্লাস করার লড়াই
এই মহামারিকালে অনলাইন ক্লাসেই ভরসা শিক্ষার্থীদের। তবে সবারই তো আর সামর্থ্য নেই অনলাইনে ক্লাস করার। আবার কিছু অঞ্চল রয়েছে যেসব স্থান ফোনের সিগন্যাল ও ডাটা কানেকশন হওয়াটাও দুরুহ বিষয়।
তেমনই এক সমস্যায় পড়েছেন দুই বোন। পাহাড়ি অঞ্চলে তাদের বসবাস। ঘরে তো ফোনের সিগন্যাল পাওয়া যায় না। এ কারণে তারা দূরের এক বিশাল গাছে চড়ে অনলাইনে ক্লাস করছেন।
বলছি, ব্রাজিলের সালভাদরের দুই তরুণী বোনের কথা! তারা প্রতিদিন একটা পাহাড়ের চূড়ায় ওঠেন, তারপর সেখানে থাকা এক জলপাই গাছে চড়ে বসেন মোবাইলের সিগন্যাল পাওয়ার জন্য। এভাবেই অনলাইনে বিশ্ববিদ্যালয়ের পাঠ নিতে হচ্ছে তাদের।
মহামারির কারণে দেশটিতে মার্চ মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পর থেকে শুধু এই দুই বোনকে নয়, প্রান্তিক অঞ্চলের হাজারো মানুষকে এ রকম ভোগান্তি পোহাতে হচ্ছে।