You have reached your daily news limit

Please log in to continue


কোন পথে যেতে চায় নেপাল

কোনো শাসনব্যবস্থাই যেন খাপ খাচ্ছে না নেপালিদের সঙ্গে। মূল সমস্যা দুর্নীতি। সঙ্গে যোগ হয়েছে দারিদ্র। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নেপালের আছে 'হিমালয় কন্যা'র খ্যাতি। কিন্তু, বেকারত্ব সবকিছু ম্লান করে দিয়েছে।

ভূবেষ্টিত নেপাল বিশ্বমঞ্চে গরিব দেশ হিসেবেই বিবেচিত। চলতি বছর বিশ্বব্যাংকের হিসাবে 'নেপালে চরম দারিদ্র প্রায় বিলুপ্ত'। তবে এমন সুসংবাদ এসেছে রেমিট্যান্সের কল্যাণে। অর্থাৎ, নেপালিরা নিজ দেশে কাজ পাচ্ছেন না। তাদেরকে ছুটতে হচ্ছে দূরের দেশে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে নেপালের সংকট হিসেবে তরুণদের মধ্যে উচ্চহারে বেকারত্বের কথা উল্লেখ করা হয়েছে। সমাজে বৈষম্যের কথাও বলা হয়েছে। আর এসব সংকট দেশটির আর সব সাফল্যকে 'উল্টে' দিতে পারে বলেও আশঙ্কা করা হয়েছিল সংস্থাটির প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন