বৃষ্টির অজুহাতে বাড়ল শাক-সবজির দাম

কালের কণ্ঠ কারওয়ান বাজার প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০০

শুক্রবার এলেই শাক-সবজি, মাছ-মাংসের চাহিদা বাড়ে। এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির অজুহাত। দুইয়ে মিলে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোয় এসব পণ্যের দাম আরো বেড়েছে। চাল, ডাল, তেল ও পেঁয়াজের দাম তো আগে থেকেই চড়া।

গতকাল প্রায় প্রতিটি সবজির দামই ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হয়েছে। মাছ, ডিম, গরুর মাংসের দামও বেশি ছিল। রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ বাজারসহ বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

কারওয়ান বাজারে পাইকারিতে গতকাল দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পাইকারি বিক্রেতা খান অ্যান্ড সন্স বাণিজ্যালয়ের মালিক গৌতম বাবু জানান, পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে অন্তত পাঁচ টাকা কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও