সৈয়দপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা টাইমস সৈয়দপুর প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৫

নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাঙালীপুর ইউনিয়নের পশ্চিম বাঙালীপুর বিমানবন্দর চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম সালাহউদ্দিন। সে বিমানবন্দর চৌধুরীপাড়া জামে মসজিদের ইমাম নুর ইসলামের একমাত্র ছেলে এবং বাঙালীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, সালাহউদ্দিন সকাল থেকেই বাড়ির সামনের ধানের জমিতে বৃষ্টির পানিতে আগত মাছ ধরেছিল। দুপুরে তার ধরা মাছের কিছু বাড়ির পাশেই খালা বাড়িতে দিয়ে জুমার নামাজ পড়ার জন্য বের হয়। খালার বাড়িতে মাছ দিয়ে মসজিদে যাওয়ার সময় রাস্তার উপরই বজ্রপাত ঘটে। এতে সালাহউদ্দিন বজ্রাঘাতে রাস্তাতেই পড়ে মারা যায়। এলাকাবাসী নামাজ শেষে বাড়ি ফেরার পথে সালাহউদ্দিনকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক জানান অনেক আগেই সে মারা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও